রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আগামী ২০ সেপ্টেম্বরের অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে নৌকার প্রার্থীসহ ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনকে সাতক্ষীরায় রেফার করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের উত্তরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি হওয়া আহতরা হলেন-মোছলেউদ্দীন গাইনের ছেলে নৌকার প্রার্থী ভুট্টোলাল গাইন, কিতাবুদ্দীন গাজীর ছেলে সিরাজুল গাজী ও ফারুক গাজী, শাহজাহান গাজীর স্ত্রী আনেছা, রেজাউল ইসলামের ছেলে শহীদ হোসেন, আজিজুল সরদারের ছেলে মন্টু, আব্দুল আলীর ছেলে আব্দুল বারিক, গোলাম মোস্তফা গাইনের ছেলে হাবিবুর রহমান ও তবিবর গাজীর স্ত্রী বৃষ্টি। তাদের সবার বাড়ি একই এলাকায়। এদের মধ্যে সিরাজুল গাজী ও আনেছাকে সাতক্ষীরায় রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরের দিকে বোয়ালিয়ায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেনের মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী কার্যালয়ে নৌকার কর্মীরা ভাঙচুর করে। ঘটনা জানাজানি হলে বিকেলে মারুফ হোসেনের কর্মীরা পাল্টা নৌকার কার্যালয় বন্ধ করে দেয়। এদিকে, রাত ৮টার দিকে বোয়ালিয়া উত্তরপাড়ায় আ.লীগের আরেক বিদ্রোহী প্রার্থী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ও নৌকার কর্মীদের মধ্যে কথা কাটাকাটির হয়। খবর পেয়ে নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইন ঘটনাস্থলে গেলে ত্রিমুখী সংঘর্ষে হয়।
ওই ঘটনায় নৌকার প্রার্থী ভুট্টোলাল গাইনসহ তার ১০/১২ জন কর্মী সমর্থককে আহতাবস্থায় কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার সকালে কলারোয়া হাসপাতালের ডা. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। ২ জনকে রেফার করে সাতক্ষীরায় প্রেরণ করা হয়েছে। এই মুহূর্তে ৭ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। কলারোয়া থানার ওসি মীর খাইরুল কবীর জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যান। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।