রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জের বেলকুচিতে সুমাইয়া শারমিন (২২) নামের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার বেলকুচি পৌর এলাকাস্থ ক্ষিদ্রমাটিয়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ঐ গ্রামের তাঁত শ্রমিক সোহেল রানার স্ত্রী।
জানা যায়, ভোর বেলায় স্বামী সোহেল তাকে বাসায় রেখে কাজের উদ্দেশ্যে বের হয়।
সকাল ৮টার সময় নাস্তা খাওয়ার জন্য বাড়ি ফিরে আসলে দরজা খুলে দেখে শারমিনের পরিহিত শাড়ি দিয়ে শয়ন ঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। পরে তাকে স্বামী ও তার ভাবি ঝুলন্ত অবস্থায় ঘরের মেঝেতে রেখে দেয়। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।
মৃত সুমাইয়া শারমিন ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে প্রেরণ করছি। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।