Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনকিলাবে সংবাদ প্রকাশের পর ৬ জনকে শোকজ

দুমকি (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

পটুয়াখালীর দুমকিতে ৩৪নং পশ্চিম ঝাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতেও জাতীয় পতাকা উত্তোলিত থাকায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলমসহ ৫ সহকারী শিক্ষককে লিখিতভাবে কারণ দর্শানের নোটিশ করেছেন। গতকাল সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরউজ্জান রিপন লিখিতভাবে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ করেন। প্রধান শিক্ষক মো. শাহ আলম এ কথা জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরউজ্জান রিপন জানান, ‘রাতেও স্কুলে উড়ছে জাতীয় পতাকা’ এই সংবাদ আপনাদের মাধ্যমে জানতে পেরে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলমসহ ৫ জন সহকারী শিক্ষককে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। যা ইউএনও এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত কপি পাঠানো হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব চাওয়া হয়েছে। জবাব পেলে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ