রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর দুমকিতে ৩৪নং পশ্চিম ঝাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতেও জাতীয় পতাকা উত্তোলিত থাকায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলমসহ ৫ সহকারী শিক্ষককে লিখিতভাবে কারণ দর্শানের নোটিশ করেছেন। গতকাল সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরউজ্জান রিপন লিখিতভাবে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ করেন। প্রধান শিক্ষক মো. শাহ আলম এ কথা জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরউজ্জান রিপন জানান, ‘রাতেও স্কুলে উড়ছে জাতীয় পতাকা’ এই সংবাদ আপনাদের মাধ্যমে জানতে পেরে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলমসহ ৫ জন সহকারী শিক্ষককে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। যা ইউএনও এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত কপি পাঠানো হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব চাওয়া হয়েছে। জবাব পেলে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।