Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকা ডুবে নিখোঁজ ২

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে জয়বাদশা ও শামীম মিয়া নামে দুই জন জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শামীম মিয়ার পিতার নাম সারাজ মিয়া অপর দিকে জয়বাদশার পিতার নাম মাস্টার আলী। তাদের বাড়ি মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামে।
ইটনা থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে মাছ ধরতে মৃগার হাওরে গেলে রাত সাড়ে বারোটার দিকে তারা প্রচন্ড ঝড়ের কবলে পড়ে নৌকায় থাকা ৫ জনের মধ্যে ঝড়ে নৌকা উল্টে পড়লে বুলবুল, কালাম ও সাদির মিয়া সাঁতড়িয়ে কুলে আসলেও অপর ২ জনকে এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
ইটনা থানার ওসি (তদন্ত) আহসান হাবিব বলেন, খবর পেয়ে নিখোঁজদের খোঁজতে তাৎক্ষনিক এসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনার স্থলে পৌছে তাদের আত্মীয় স্বজন, এলাকার আশপাশের লোকজনকে নিয়ে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ