রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নওগাঁর সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের বালিয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতাবদহ পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আ.লীগের উপদপ্তর সম্পাদক আব্দুল লতিব বকু, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, সদর উপজেলা আ.লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দুবলহাটি ইউনিয়ন আ.লীগের সভাপতি কাজী মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ। দুবলহাটি ইউনিয়নের বালিয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতাবদহ পর্যন্ত সড়কের সদর এলজিইডির বাস্তবায়ন এই কাজের চুক্তিমূল্যে ১ কোটি ৩২ লাখ ৪৭ হাজার ৫৬০ টাকা ব্যয় ধরা হয়েছে। এর আগে এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন দুবলহাটি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন এবং দুবলহাটি ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ময়েন মেম্বারের কবর জিয়ারত করেন। এসময় জেলা, সদর উপজেলা ও দুবলহাটি ইউনিয়ন আ.লীগের বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।