Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপজেলাব্যাপী রোডশো-আনন্দ মিছিল

গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘রংপুর ইপিজেড’ নামে দেশের দশম ইপিজেড স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। এতে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে গত শনিবার উপজেলা সদরে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও রোড শো অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জের সাংবাদিকদের আয়োজনে শনিবার উপজেলাবাসীর অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মহিমাগঞ্জের রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের এক হাজার আটশ’ ৬২ একর জমিতে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) স্থাপনের সরকারি সিদ্ধান্তের খবরে বেশ কিছু দিন ধরেই উপজেলায় বইছে আনন্দের বন্যা। এরই অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় গোবিন্দগঞ্জ থানা মোড় থেকে আনন্দ মিছিলের উদ্বোধন করেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে রঙ-বেরঙয়ের ব্যানার-ফেস্টুন ও চৌকস ব্যান্ড পার্টি সম্বলিত সহস্রাধিক মানুষের আনন্দ র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দিনব্যাপী সুসজ্জিত ট্রাকে শিল্পীদের গান পরিবেশনা নিয়ে মহিমাগঞ্জসহ উপজেলার বিভিন্ন এলাকায় রোড শো অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে সংহতি প্রকাশ করে মোবাইল ফোনে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ মনোয়ার হোসেন চৌধুরী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
আনন্দ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক খোকন আহম্মেদ, রাসেল কবির, রফিকুল ইসলাম রফিক, মোয়াজ্জেম হোসেন আকন্দ, আনোয়ারুল ইসলাম, উজ্জ¦ল হক প্রধান, মোস্তফা কামাল সুমন প্রমুখ। বক্তারা গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপনের সিন্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ