Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সভাপতি আবু জাফর সেক্রেটারি বেলায়েত

জমিয়াতুল মোদার্রেছীনের মঠবাড়িয়া কমিটি

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মঠবাড়িয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলার টিকিকাটা নুরিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. আবু জাফর সভাপতি এবং মঠবাড়িয়া আ. ওহাব মহিলা আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. বেলায়েত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার স্থানীয় জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে আগামী ৫ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জমিয়াতুল মেদার্রেছীন সভাপতির প্রতিনিধি ছারছিনা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসার মুফাচ্ছির মাওলানা মো. আ জ ম ওয়াহিদুল আলম। নির্বাচন পরিচালনা করেন পিরোজপুর জেলা জমিয়াতুল মেদার্রেছীনের সাধারণ সম্পাদক মাওলানা মো. ফারক হোসেন। এতে বক্তব্য রাখেন, শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মো. আবু জাফর সালেহ, দাউদখালী সিনিয়ির মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. আ. কুদ্দুস, বেতমোর আশ্রাফুল উলুম ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. ওমর ফারুক, বান্ধবপাড়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. দেলোয়ার হোসেন, টিকিকাটা নুরিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. সিদ্দিকুর রহমান, হোগলপাতি নেছারিয়া সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ