Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চন্দনাইশের অভ্যন্তরীণ সড়কের করুণ হাল

এম. এ. মোহসীন, চন্দনাইশ (চট্টগ্রাম) থেকে | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ফকিরহাট হয়ে বহদ্দারবাড়ির ভেতর দিয়ে আশরফ মহুরিহাটের সাথে সংযুক্ত সড়কের করুণ হাল। এ সড়ক দিয়ে অসংখ্য মানুষজন চলাচল করেন। তাছাড়া সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়, পূর্বসাতবাড়িয়া হাই স্কুল, শাহ আমানত সিনিয়র মাদরাসা, বৈলতলী জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ অসংখ্য মানুষের চলাচল করেন এ সড়কে। এ সড়ক এলাকার নগরপাড়া, মাঝিরপাড়া, ফকিরপাড়া ও বহদ্দারবাড়িসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলের রাস্তা। সামান্য বৃষ্টিতে রাস্তাটি চলাচল অযোগ্য হয়ে পড়ে। এ সড়কের দক্ষিণাংশে ব্রিক ওঠে খানখন্দের সৃষ্টি হয়েছে।
এলাকার বহদ্দারবাড়ি আকতার হোসেন এবং নগরপাড়ার জালাল উদ্দীন ও মো. সায়েম জানান, সড়কটি দ্রুত কার্পেটিং করা হলে সাতবাড়িয়া ও বৈলতলী দুটি ইউনিয়নে মানুষসহ চারপাশের এলাকাবাসীর দীর্ঘদিনের দুঃখ মুছবে। তাছাড়া বৈলতলী জাফরাবাদ সিনিয়র মাদরাসার গেটের সামনে থেকে উত্তর-দক্ষিণে প্রায় এক কিলোমিটার রাস্তার ইট ওঠে ছোট-বড় গর্তসহ খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে গর্তে দিনের পর দিন পানি জমে থাকে।
এ ব্যাপরে এলাকার এড. শফিউল হক সেলিম জানান, রাস্তাটির এ অবস্থার কারণে জাফরাবাদ ফাজিল সিনিয়র মাদরাসার অসংখ্য শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণের চলাচলে দুঃখ কষ্টের অন্ত নেই। ফলে এ সড়কে কার্পেটিং করার জন্য উর্ধ্বেতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন উপজেলাসী।
এ ব্যাপারে ৯নং ওয়ার্ড মেম্বার আমির আহমাদ জানান, এ সড়কটি এলাকবাসীর একমাত্র চলাচলের পথ। তাই সড়কটি সংস্কার জরুরি।
এ বিষয়ে বৈলতলী ইউপি চেয়ারম্যান আনোয়ার মোস্তফা দুলাল চৌধুরী বলেন, এ রাস্তাটি দীর্ঘদিন জরাজীর্ণ ও অবহেলিত। তবে এলজিইডি কর্তৃপক্ষ অনুমোদনের পাঠিয়েছেন বলে জানা গেছে। সড়কটি দ্রুত কার্পেটিং হলে এলাকাবাসী উপকৃত হবেন।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী রেজাউন নবী বলেন, এ সড়কের ১৩৫০ থেকে ২৯৫০ মিটার পর্যন্ত রিকাস্ট ইস্টিমের জন্য প্রশাসনিক অনুমোদন পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তা অনুমোদন হয়ে আসলেই কাজ শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ