বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একটি অর্জুন গাছ কেটে শতাধিক শামুকখোল ছানা হত্যা করা হয়েছে। শনিবার দুপুরের পর গাছটি কেটে ফেলা হয়। গাছ পড়ার সঙ্গে সঙ্গে বেশির ভাগ ছানা মারা যায়। যেগুলো বেঁচে ছিল, সেগুলো জবাই করে নিয়ে যান হাসপাতালের নির্মাণশ্রমিক ও রোগীর স্বজনরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় বইছে নিন্দার ঝড়।
ফেইসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ছবি ও ও ভিডিও শেয়ার করে এর সাথে জড়িত সকলের শাস্তি দাবি জানিয়েছে নেটিজেনরা।
এ প্রসঙ্গে এমডি আবদুর রাজ্জাক নাসিম ফেইসবুকে লিখেন, ‘বিষয়টি অমানবিক, আইন ও পরিবেশ বিরুদ্ধ কুকাজ। এই কুকর্মের সঙ্গে জড়িত সে যেই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি।’
সজিব কুমার ঘোষ লিখে, ‘পাশ্ববর্তী দেশগুলোতে পশু পাখির অভয় অরণ্য অথচ আমাদের এখানে ...... সর্বশেষ বেঁচে আছে কিছু পাখি, তারাও নিস্তার পাচ্ছে না।’
জাবেদ হোসাইন মনে করেন, ‘প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য আল্লাহর সৃষ্টির সমস্ত জীবের প্রয়োজন আছে। আমার মনে হয়, এদের আইনের আওতায় আনা দরকার।’
ঘটনার একটি ছবি শেয়ার করে মো. রাশিদুল ইসলাম লিখেন, ‘দুঃখজনক! এ ঘটনায় দোষী ব্যক্তিদের যথাযথ বিচার হওয়া উচিত। তারা মানুষ না অন্য কিছু রে ভাই। যে জীবের প্রতি দয়া দেখাতে পারে না, সে কখনই মানুষ হতে পারে না।’
আক্ষেপ করে ফরিদা আক্তার লিখেন, ‘এরকম অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে বিভিন্ন রুপে অহরহ! করার কিছুই নাই!’
শামসুর রহিম ফারুক লিখেন, ‘আহা রে! এগুলো কি মানুষ? এত অশিক্ষিত লোক রাজশাহী মেডিকেলে বসে আছে?’
বিচারের দাবি জানিয়ে এমডি সেলিম রেজা লিখেন, ‘আমরা খুব দ্রুত প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছি। এসবের যথাযথ বিচার হওয়া উচিত।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।