বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৫ সেপ্টেম্বর ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ২১ বছর পর সিজারিয়ান অপারেশন শুরু হয়েছে। উপজেলার পূর্ব ভূঞাপুর গ্রামের মোঃ আসাদুজ্জামানের স্ত্রী হ্যাপি বেগম (২৫) এর অপারেশনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। অপারেশন কার্যক্রমের উদ্ভোধন করেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ এ এফ এম শাহাবুদ্দিন এবং তদারকি করেন ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মহী উদ্দিন আহমেদ। সিজার অপারেশন পরিচালনা করেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ সালমা জাহান, সহযোগী ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক সোহেল ও ডাঃ নিসাত সাঈদা। এন্যাসথেসিয়ার ছিলেন ডাঃ মুহাম্মদ আজিজুল হক। শিশু বিশেষজ্ঞ ছিলেন ডাঃ খন্দকার সাঈদ হোসেন। এসময় পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামের মোঃ মোস্তফার স্ত্রী তাহমিনা বেগম (২০) এর সিজারও সম্পন্ন হয়। অপারেশনের পর মা,সন্তান সবাই সুস্থ্য আছে। প্রয়োজনীয় সরঞ্জামাদী থাকা সত্বেও দীর্ঘ ২১ বছর পর উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে সিজার কার্যক্রম শুরু হওয়ায় সংশিষ্ট কর্তৃপক্ষকে সাধুুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।