Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

তোফায়েল আহমেদের সুস্থতা কামনা করে এমপিশাওন সহ বিভিন্ন মহলের উদ্যোগে দোয়া

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ২:২১ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী, বর্ষীয়ান দেশ বরেন্য রাজনীতীবিদ, ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোয়ায়েল আহমেদের সুস্থতা কামনা করে ভোলা - ৩ আসনের সংসদ সদস্য, ভোলা পৌরসভার মেয়র, লালমোহন পৌরসভার মেয়র সহ ভোলা জেলার বিভিন্ন মহলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন,ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মনিরুজ্জামন, লালমোহন পৌরসভার মেয়র আলহাজ্ব এমদাদুল ইসলাম তুহিন সহ বিভিন্ন মহলের উদ্যোগে গত শুক্রবার জুমাঘর নামাজ ও রবিবার জোহর নামাজ বাদে জেলা উপজেলার সকল মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এদিকে গত শনিবার লালমোহন মারকাজুল উলুম হাজী নূরুল ইসলাম চৌধুরী কমপ্লেক্সে এমপি শাওনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় টেলিকনফারেন্সে এমপি শাওন বলেন, ভোলার দ্বীপ সিংহ নামে খ্যাত বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব তোফায়েল আহমেদ অসুস্থ অবস্থায় বর্তমানে ভারতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেখানে তার শারিরীক খোজ খবর নেয়া হয়েছে। তোফয়েল আহমেদের আশুরোগমুক্তি কামনায় সকলের দোয়া কামনা করেন এমপি শাওন।জেলার যুবলীগ,ছাত্রলীগ সহ আওয়ামীলীগের সকল সংগঠনের উদ্যোগে জননেতা তোফায়েল আহমেদের আশু রোগ মুক্তি কামনায় জেলা উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অব্যাহত রয়েছে।বর্তমানে প্রবীর এ রাজনীবিদ দিল্লী অদুরে হারিয়ানার গুরগাঁওয়ে মাল্টি সুপার স্পেশালাইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তার অবস্থা স্থিতিশীল রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ