Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমছে মৃত্যু ও শনাক্ত

জেলা-উপজেলায় করোনা পরিস্থিতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

করোনায় মৃত্যু ও শনাক্ত কমতে শুরু করেছে। তবে কোন কোন জেলায় মৃত্যুসংখ্যা ওঠানামা করছে। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার প্রায় ১০ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীর বাসিন্দা ৮৬ জন এবং বিভিন্ন উপজেলার ৭৩ জন। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ৯২৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক ২৪১ জনের।

যশোর ব্যুরো জানায়, যশোরে ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এক জনের মৃত্যু হয়েছে। তিনি রেড জোনে চিকিৎসাধীন ছিলেন। মৃত হাসনা হেনা (৮০) যশোর সদরের বাসিন্দা। বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫১ করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১২ জন নতুন করে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে ছুটি নিয়েছে ১০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৬১ ভাগ।
বগুড়া ব্যুরো জানায়, বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় দু’জনের মৃত্যু এবং নতুন করে ২৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫জন। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৯৯ নমুনায় ২৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

রাজশাহী ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ২ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। গতকাল সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪২ জন।
খুলনা ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮৫ জনের। শনাক্তের হার ৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

বরিশাল ব্যুরো জানায়, বরিশালে শুক্রবার ছুটির দিনে ৩০৭ জনের করোনার নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ৩৬ জন। গতকাল বরিশালের বানরীপাড়ার ৪০ বছর বয়স্কা এক শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করায় জেলায় মোট ২২২ জনের মৃত্যু সংবাদ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলে যে ৩৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে তার ১৭ জনই বরিশাল জেলার বাসিন্দা। যারমধ্যে মহানগরীতেই আক্রান্ত হয়েছেন ১১ জন।

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯৩ জনের। এতে আক্রান্ত হয়েছে ১৬ জন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৫ হাজার ২০৮ জন। সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬১১ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৬০ জনের। তবে নতুন করে কোন মৃত্যু নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ