রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারে ১১ বছরের শিশু মেয়ে বাচ্চার লাশ নিয়ে টানাটানি করছে মৃতের মা-বাবা। এ ব্যাপারে গত শুক্রবার মাগরিব নামাজ বাদ সন্ধা ৭টায় সরিষাবাড়ী কেন্দ্রীয় গোরস্থানে উভয় পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। মৃত শিশু বাচ্চা মেহের নাজনীন কনার মা রাজিয়া সুলতানা নিকটস্থ সরিষাবাড়ী থানায় অভিযোগ করলে ওসি (তদন্ত) আঃ মজিদ ঘটনাস্থল সরিষাবাড়ী কেন্দ্রীয় গোরস্থানে এস আই গোলাম মস্তফাসহ কয়েকজন ফোর্স পাঠিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মৃত শিশু বাচ্চা মেহের নাজনীন কনার মা জানান, ২০১২ সালে আমি আমার স্বামী শিমলা বাজারের ফজলুল হক ঠান্ডুকে তালাক দিয়ে তিন ছেলে ও এক মেয়ে নিয়ে আমি ঢাকায় বসবাস করছি। মেয়েটি মাঝে মাঝে তার বাবার কাছে সরিষাবাড়ীতে আসত। সম্প্রতি ৪ মাস আগে আমার মেয়ে কনা সরিষাবাড়ীতে তার বাবার কাছে আসে। আর আমার কাছে যায়নি। গত শুক্রবার দুপুরে মেয়েটি পাশের তাড়িয়াপাড়া গ্রামে বাবার পক্ষের আতœীয়ের বাসায় বেড়াতে গিয়ে বন্যার পানিতে গোসল দিতে গেলে সে আর পানি থেকে ওঠে আসেনি। অনেকক্ষণ পর মেয়েটির লাশ ভেসে উঠে। আমি খবর পেয়ে আমার মৃত মেয়ের লাশ নিতে এলে আমার তালাকপ্রাপ্ত স্বামীসহ তার লোকজন আমাকে মারধর করে। পরে আমি লাশ দাফন না করার জন্য থানায় অভিযোগ করি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। লাশ দাফণ হবে কি না হবে তা অনিশ্চিত। এদিকে নিহত শিশু কন্যার বাবার পক্ষ থেকে এলাকাবাসী জানায়, মেয়ের জন্মদাতা বাবাই মেয়ের দেখাশুনা ভরণ-পোষণ চালাত তাই মেয়ের লাশ মা পেতে পারে না। বাবার জায়গাতে দাফন করা হবে মেয়ের লাশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।