Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতেও স্কুলে উড়ছে জাতীয় পতাকা

মো. আরিফ হোসেন, দুমকি (পটুয়াখালী) থেকে | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও সেটির মানা হচ্ছে না দুমকির উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে। উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৩৪নং পশ্চিম ঝাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে জাতীয় পতাকা ওড়তে দেখা গেছে। জাতীয় পতাকার এভাবে অবমাননায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ। জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্কুল ভবনটির সামনে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় উড়তে দেখা যায়।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে তারা স্ক্লু রাতদিন ২৪ ঘণ্টাই পতাকা উড়তে দেখছেন। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. শাহ-আলম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ২৪ আগস্ট থেকে আমরা নিয়মিত স্কুলে বসে ভার্চুয়ালভাবে পাঠদান প্রদান করে আসছি। গত বৃহস্পতিবার স্ক্লু বন্ধ করার সময় ভুলবশত পতাকা নামাতে মনে নেই। এলাকাবাসীর থেকে খবর পেয়ে আমরা সাথে সাথেই পতাকা নামিয়ে ফেলছি।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টার বলেন, পতাকার জন্য আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। অথচ তারা আজ সে পতাকার অবমাননা করছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ বলেন, এমন ঘটনা ঘটে থাকলে তাদেরকে সতর্ক করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ