রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের ইন্দুরকানীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডে ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার ইন্দুরকানী সদর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে ফয়সাল কসমেটিক ও রাকিব মুদি দোকানের গোডাউন ঘরসহ ২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফয়সাল কসমেটিকের পাশে থাকা ফরিদ হোসেনের কাপড়ের দোকানের ব্যাপক ক্ষতি হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক ইন্দুরকানী ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়ও লোকজনের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রানে আনেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম ও ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, হুমায়ুন কবির ঘটনা স্থলে পরিদর্শন করেন।
ইন্দুরকানী ফায়ার সার্ভিস ইনচার্জ নুরুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রæত ঘটনা স্থলে আসি ও সকলের সহযোগীতায় আগুন নেভাতে সক্ষম হই। তবে বাজারে ফুটপাতে তাবু টানিয়ে দোকান নিয়ে বসাই আমাদের গাড়ি নিয়ে ঢুকতে সমস্যা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।