বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশে নিয়ন্ত্রন হারিয়ে একটি ক্রেন উল্টে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা ক্রেনের নিচে চাপায় পড়া আবস্থায় দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুপুরে রিকশা যোগে জামগড়া থেকে নরসিংহপুর যাচ্ছিলো কালাম ও মেহেদি হাসান নামের দুই যাত্রী। হঠাৎ বাইপাইলগামী হজরত দেওয়ান আলী শাহ এন্টারপ্রাইজের একটি বিশাল ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের রিকসার উপর পরে। এতে রিকশা চালকসহ তিনজন ক্রেনের নীচে আটকা পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
তিনি আরও বলেন, ঢাকা থেকে আরেকটি ক্রেন এনে দূর্ঘটনাকবলিত ক্রেনটি সরিয়ে নিলে তার নীচে ভাংগা রিকশাটি পাওয়া যায়। তবে রিকশা চালককে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ধারণা রিকশা চালক নিজেই কোন ভাবে সেখান থেকে উদ্ধার হয়ে চলে গেছেন বা চাপা পড়া অবস্থা লাফিয়ে নিরাপদ স্থানে সরে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।