Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সপ্তাহের শেষ দিনে বড় উত্থানে পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

সপ্তাহের শেষ দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের তেজিভাবের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার সূচকের পাশাপাশি লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এদিন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ ও রসায়ন খাতসহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম বেড়েছে। সেই ধাক্কায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট। এর আগের দিন বুধবার বেড়েছিল ৪৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৭২ পয়েন্ট। ফলে তিনদিন দরপতনের পর মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার টানা তিনদিন পুঁজিবাজারে উত্থান হলো। তার আগে টানা তিন দিন (গত সপ্তাহের বুধ, বৃহস্পতি ও চলতি সপ্তাহের রোববার) দরপতন হয়েছিল। তবে পরবর্তীতে তিন দিনে ( মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) ডিএসইর প্রধান সূচক ১৫৮ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৯৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। অর্থাৎ সাত হাজার পয়েন্ট ছুঁইছুঁই। লেনদেনও দেড় হাজার কোটি টাকার কোটা থেকে আড়াই হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। এতে বিনিয়োগকারীদের বাজার মূলধন আট হাজার ৯৩৬ কোটি তিন লাখ ৮২ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি ৬৪ লাখ ২৩ হাজার টাকা। গত বুধবার ব্যাংক খাতের তালিকাভুক্ত ৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছিল ২৩টির, কমে পাঁচটির, আর অপরিবর্তিত থাকে চারটির। আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছিল ১৬টির, কমে দুইটির, আর অপরিবর্তিত ছিল পাঁচটি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর তথ্য মতে, গতকাল বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৩টি প্রতিষ্ঠানের ৬৩ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৯০৬টি শেয়ার হাত বদল হয়েছে। এর মধ্যে ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। ডিএসইতে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৪৭৪ কোটি ৩ লাখ চার হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ ২৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৪ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৯৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৫০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৯৬ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। এরপর সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। এরপর যথাক্রমে ছিল; জিপিএইচ ইস্পাত, লাফার্জ-হোলসিম, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, অ্যাক্টিভ ফাইন,পাওয়ার গ্রিড, আইএফআইসি ব্যাংক এবং এসএস স্টিল লিমিটেড। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৩টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৩০ লাখ নয় হাজার ৯০ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯৯ কোটি ৫২ লাখ ৯০ হাজার ৬৩ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ