Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে গুগলের প্রথম অফিসিয়াল পার্টনার জি-সিরিজ

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সম্প্রতি বাংলাদেশে গুগলের প্রথম অফিসিয়াল বিনোদন পার্টনার হয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠান জি-সিরিজ। এর আগে এদেশের অন্যকোনো কোম্পানি গুগলের বিনোদন পার্টনার ছিল না। এ সুবাদে এদেশের যে কোনো গান, নাটক ও চলচ্চিত্র আন্তর্জাতিক কপিরাইটের আওতায় আসবে এবং গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, নির্মাতা, লেখক ও প্রতিষ্ঠানের কপিরাইট সংরক্ষিত হবে। এখন থেকে জি-সিরিজের নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশিত যে কোনো কিছুর রয়্যালিটি সরাসরি প্রদান করবে গুগল। শুধু তাই নয়, জি-সিরিজের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশের অন্য প্রতিষ্ঠানগুলোও তাদের ভিডিও কনটেন্টের সঠিক রয়্যালিটি প্রাপ্তি নিশ্চিত করতে পারবে। এ প্রসঙ্গে জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ বলেন, এই প্রথম বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান গুগলের মিউজিক পার্টনার হলোÑ এ সাফল্য সারাদেশের। এতে করে আমাদের বিনোদন জগতের সবাই অনুপ্রাণিত হবেন ভালো কাজের প্রতি। আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুগল থেকে সবার রয়্যালিটি প্রাপ্তি নিশ্চিত হবে। আমি আশা করব, ভালো কাজের মাধ্যমে পরবর্তীতে এদেশের অন্যান্য কোম্পানিগুলোও সরাসরি গুগলের বিনোদন পার্টনার হতে পারবে। এভাবেই সম্মিলিত চেষ্টায় দেশের বিনোদন শিল্প আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। উল্লেখ্য, দীর্ঘ তিন দশক ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে মান বজায় রেখে কাজ করে যাচ্ছে বলে গুগল থেকে অফিসিয়াল পার্টনার করা হয় জি-সিরিজকে। এছাড়াও জি-সিরিজের উল্লেখযোগ্য প্রজেক্ট হলো, রেডিও জি, রেডিও জি বিডি ডট কম এবং নিউজ জি টুয়েন্টি ফোর ডট কম।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশে গুগলের প্রথম অফিসিয়াল পার্টনার জি-সিরিজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ