Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

আইবিসিসিআইয়ের প্রতিনিধি দল : ১০ অক্টোবর জাকার্তা যাচ্ছে

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক  : আগামী ১০ অক্টোবর ইন্দোনেশিয়ায় ৩১তম ট্রেড এক্সপোতে যোগ দিতে ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল জাকার্তা যাচ্ছে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ। ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক এই প্রদর্শনী আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইয়ুয়ান ইরানতা আতমাজা মঙ্গলবার দুপুরে প্রতিনিধি দলটির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। গুলশানে ইন্দোনেশীয় দূতাবাসে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘ভ্রাতৃপ্রতিম দেশ দুটির মধ্যে পণ্য ও ব্যবসার আদান-প্রদানের অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশ এগুলো কাজে লাগাতে পারে।’ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইন্দোনেশীয় দূতাবাসের কাউন্সেলর আবদুল নজর, আইবিসিসিআইর প্রেসিডেন্ট এম এ খান বেলাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম জি মোস্তফা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইবিসিসিআইর পরিচালক শাহজাহান কবির,  দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি দেয়ন্ত প্রিয়কুসুমো প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইবিসিসিআইয়ের প্রতিনিধি দল : ১০ অক্টোবর জাকার্তা যাচ্ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ