Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যক্তিগত ছবি হাতিয়ে হুমকি দিয়ে চাঁদা আদায়, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ৬:২২ পিএম

ল্যাপটপ ঠিক করে দেওয়ার সময় ল্যাপটপ থেকে ব্যক্তিগত ছবি কৌশলে হাতিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগে মো. কামরুজ্জামান (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। সে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার সোনাহাট এলাকার ফজলুল হকের ছেলে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ সদর দফতরে বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানী অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি মো. কামরুজ্জামান ভুক্তভোগীর ল্যাপটপ ঠিক করে দেয়ার সময় তার ল্যাপটপ থেকে ব্যক্তিগত ছবি কৌশলে হাতিয়ে নেয়। পরে সে চাঁদা দাবি করে। একপর্যায়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা গ্রহণ করে সে। পরে সে বাকি টাকার জন্য চাপ দেয়

পরে ওই ভুক্তভোগী র‌্যাব-১১ তে অভিযোগ করলে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছ

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, ল্যাপটপ মোবাইল সার্ভিসিং করার সময় মানুষদের আরও সচেতন থাকতে হবে। কারণ প্রতারক চক্র ল্যাপটপ, মোবাইল মেরামত করার সময় কৌশলে ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে ব্লাকমেইলিং করতে পারে। এই জন্য সর্তক থাকতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ