বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙামাটি জেলা সংবাদদাতা : রাঙামাটির কাপ্তাই হ্রদঘেঁষা একটি দোতলা ভবন ধসে পড়ে নিহত পাঁচজনের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার বিকেলে লাশগুলো হস্তান্তর করা হয়।
ভবন ধসে নিহত জাহিদ হোসেন ও তার মেয়ে পিংকির লাশ দাফনের জন্য তাদের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে এবং দুই সহোদর সাজিদুল ও সামিদুলকে চট্টগ্রামের চন্দনাইশের গ্রামের বাড়িতে ও তাদের গৃহ শিক্ষক উম্মে হাবিবার লাশ রাঙামাটিতে দাফন করা হবে বলে স্বজনরা জানান।
এদিকে, দুপুর ১টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান নিজ কার্যালয়ে নিহত তিন পরিবারের পাঁচজনের লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সাত হাজার ৫০০ টাকা করে মোট ১৫ হাজার টাকা সহায়তা তুলে দেন। এছাড়া নিহত ও ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।