বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্ত সাতক্ষীরায় এসেছেন সে দেশের শ্রেয়া নামের এক মেয়েকে উদ্ধারের জন্য। বুধবার (৫ অক্টোবর) সকালে তিনি সাতক্ষীরায় পৌঁছান। এসময় তাঁর সাথে শ্রেয়ার বাবা মৃত্যুঞ্জয় ও মা শর্মিলা রায় রয়েছেন। শ্রেয়ার বাড়ি কলকাতার বাবুইহাটি এলাকায়।
বুধবার বেলা ২টার দিকে পুরাতন সাতক্ষীরার শ্রী শ্রী রাধা শ্যামাসুন্দর মন্দিরে ফার্স্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্তা এ প্রতিনিধিকে জানান, প্রায় এক বছর আগে প্রেমের সূত্র ধরে শ্রেয়া ভারত থেকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি মুসলিম ছেলের সাথে চলে আসে। এরপর তারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে ভারতীয় হাইকমিশনের দ্বারস্থ হওয়ায় তাকে উদ্ধারের জন্য সাতক্ষীরায় এসেছেন।
এব্যাপারে সাতক্ষীরা প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে।
তিনি সাতক্ষীরার বিভিন্ন মন্দিরও পরিদর্শন করবেন এবং বুধবার রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে থাকবেন বলে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।