বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চালতেবাড়ি এলাকা থেকে বনদস্যু নোয়া মিয়া বাহিনীর ৮ সদস্যরা দু’টি নৌকাসহ চার জন কাঁকড়া শিকারিকে অপহরণ করেছে। দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে মঙ্গলবার দিবাগত রাতে কদমতলা ফরেস্টের আওতাধীন চালতে বাড়ি এলাকা থেকে অপহরণের পর বুধবার ভোরে ফিরে আসা কাঁকড়া শিকারি মুন্সিগঞ্জ আটির বাসিন্দা মৃত মোহাম্মাদের ছেলে জুলফিকার মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।
তবে তিনি তাৎক্ষনিক অপহৃতদের পরিচয় জানাতে পারেননি। বিষয়টি কদমতলা ফরেস্ট অফিসকে অবহিত করে এলাকায় ফিরেছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বিষয়টি অপহৃতদের পক্ষ থেকে থানাকে অবহিত করা হয়নি ফলে তিনি কিছু জানে ন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।