Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভবদহ পানি নিষ্কাশন কমিটির অবরোধে পুলিশের লাঠিপেটা

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিতে লাঠিপেটা করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়ার প্রেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব চৈতন্য কুমার পাল বলেন, কয়েক হাজার মানুষ প্রেমবাগ এলাকায় অবস্থান নিলে পুলিশ তাদের লাঠিপেটা করে। পুলিশের লাঠিপেটায় সংগ্রাম কমিটির উপদেষ্টা ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইকবাল কবির জাহিদ, সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারী রায়সহ ৫০ জন আহত হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, ‘আন্দোলনকারীরা তাদের ওপর চড়াও হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ