Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ নারী নিহত

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোকামতলা এলাকায় দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫জন আহত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকাগামী নাবিল পরিবহনের সঙ্গে অপর একটি লোকাল বাসের এ মুখোমুখি সংঘর্ষ হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শামীম আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর শুনেছি। তবে কতজন নিহত হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলেও জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ