Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেসরকারি স্কুলকে জরিমানা

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

কুষ্টিয়ায় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক ভবনে ছাত্রদের জোর করে রেখে বেতনের জন্য চাপ দেয়ার অভিযোগ উঠে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এডুকেয়ার স্কুল নামের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শহরের কোর্টপাড়ায় অবস্থিত। তাদের আবাসিক ভবন হাউজিং এলাকায় অবস্থিত। সেখানে আবাসিক ছাত্রদের রাখা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা থাকলেও এডুকেয়ার স্কুল তাদের আবাসিকে ছাত্রদের রেখে সরকারি নীতিমালা ভঙ্গ করেছে। এ ছাড়া জোর করে ছাত্রদের আটকে রাখা এবং বেতনের জন্য অভিভাবকদের চাপ দেয়ার অভিযোগের কারণে সোমবার বেলা তিনটার দিকে হাউজিং এলাকায় এডুকেয়ার আবাসিক ভবনে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ মুহাইমিন আল জিহান বলেন, সেখানে সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ১৩ জন আবাসিক ছাত্র ছিল। তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিভাকেরা যেন তাদের সন্তানদের নিয়ে যান, সেই নির্দেশনা দেয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ