বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরে মানবাধিকার কর্মী ও মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভ‚ক্তভোগী পরিবার। গতকাল সকাল সাড়ে ১১টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহতের ছোট বোন তানজিনা আক্তার নয়ন লিখিত বক্তব্যে বলেন, আবু সাঈদের সাথে শারমিন সুলতানা ডেইজি নামে এক মেডিকেল শিক্ষার্থীর প্রেম ছিল। ডেইজির পরিবার তাদের সম্পর্ককে মেনে নেয়নি। এরই জের ধরে গত ১১ জুন সন্ধ্যায় তার ভাই আবু সাঈদকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে আতিক, জাকির, তারিকুলসহ বেশ কয়েকজন আসামি। পরে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে পরিবারকে জানানো হয়। ডেইজির পরিবারের সহায়তায় আসামিরা এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, এ ঘটনায় আদালতে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হলেও আসামিরা প্রভাব খাটিয়ে হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তিনি আবু সাঈদকে হত্যার ঘটনায় জড়িত সকলকে দ্রুত গেফতার ও সুষ্ঠু বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে মানবাধিকার সংগঠন আমাদের আইনের নেতৃবৃন্দ ও আবু সাঈদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।