বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএফইউজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন গাজীর মুক্তির দাবিতে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের পেশাজীবী সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাধিকবার নির্বাচিত সভাপতি রুহুল আমিন গাজী দীর্ঘ ১০ মাস ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে আটক রয়েছেন। স্মারকলিপিতে শারীরিকভাবে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মুক্তির জন্য জোর দাবি জানানো হয়। একই সাথে পেশাজীবী সাংবাদিকদের কন্ঠ রোধ করা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মো. ইকবাল হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, এমইউজে’র সহ-সভাপতি ও বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এহতেশামুল হক শাওন, এমইউজের সাবেক সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, এমইউজের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাংবাদিক সাইফুল্লাহ বাবু, ফটোসাংবাদিক সেলিম গাজী প্রমূখ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।