রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সংক্রমণ কমে আসায় বগুড়ায় করোনা বিশেষায়িত সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা ফের শুরু করা হয়েছে। গত শনিবার থেকে খুলে দেয়া হয়েছে হাসপাতালের অর্থোপেডিক, সার্জারি ও গাইনি বিভাগ। এছাড়া বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা রোগীদের শয্যা সংখ্যাও কমানো হয়েছে। শজিমেকের তিনটি করোনা ইউনিটের মধ্যে একটি বন্ধ করা হয়েছে। বর্তমানে দুটি ইউনিটে শয্যা রয়েছে ২০০।
তবে, পরিস্থিতি দেখে আরেকটি ইউনিট বন্ধের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলেও জানিয়েছেন হাসপাতালটির উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ।
গত সোমবার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বগুড়ায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২০৪ জন। আর হাসপাতালগুলোয় ১৬৪ জন চিকিৎসাধীন রয়েছেন। করোনা রোগীদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮, শজিমেক হাসপাতালে ৭৯, বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৩ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।