Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুচ্ছ ঘটনায় বৃদ্ধাকে পিটিয়ে আহত

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনার জেরে হাছিনা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডের সদু সরকার বাড়ির মোতাছিন মিয়ার স্ত্রী হাছিনা বেগম বিকালে বাড়ির উঠানে লাকড়ি কাটছিল। ওই সময় একই বাড়ির ইয়াছিনের স্ত্রী জোসনা বেগম ও ছেলে সুমন উঠানে লাকড়ি রাখায় হাছিনা বেগমকে উদ্দেশ্য করে গালমন্দ করে। এসময় হাছিনা বেগমের পরিবারের সদস্যদের সাথে বাকবিতন্ডা হয় তাদের। একপর্যায়ে ইয়াছিনের ছেলে সুমন ও ভাই মতলব হাছিনা বেগমকে কিল-গুসি মেরে মারাত্মত আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত হাছিনা বেগম জানান, উঠানে লাকড়ি রাখা নিয়ে মতলব ও সুমন আমাকে কিল-গুসি মেরে মাটিতে ফেলে দিয়ে গলা চেপে ধরে। আমার ডাক-চিৎকারে লোকজন এসে তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে। এ ব্যাপারে অভিযুক্ত মতলব ও সুমনের সাথে যোগাযোগ করতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। এ ঘটনায় দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ