Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

কুমিল্লার দেবিদ্বারে ডেঙ্গু প্রতিরোধে এডিসের লার্ভা ধ্বংসে মাঠে নেমেছে হ্যালো স্বেচ্ছাসেবকলীগ। পৌরসভার ৯টি ওয়ার্ডে মাসব্যাপী এ কার্যক্রম চলবে। গত সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন হ্যালো স্বেচ্ছাসেবক লীগের সমন্বয়ক ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় এবং দেবিদ্বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সহযোগিতায় পৌরসভার ৯টি ওয়ার্ড মাসব্যাপী ডেঙ্গু মশার প্রজনন ধ্বংস কার্যক্রম চলবে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, হ্যালো স্বেচ্ছাসেবকলীগ ডেঙ্গুর প্রজনন লার্ভা ধ্বংসের যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ