Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

কক্সবাজারের খুরুশকুল হবে আধুনিক শুটকির হাট

কক্সবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ৫:৫৩ পিএম

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ওখানকার শুঁটকি পল্লীকে খুরুশকুলে স্থানান্তর করা হবে। সেখানে হবে আধুনিক শুঁটকির হাট। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন, ‘কক্সবাজার বিমানবন্দরের পাশেই রয়েছে বৃহৎ শুঁটকি পল্লী। তাই পর্যটকরা বিমানবন্দরে নামলেই শুঁটকির গন্ধ পেতেন। কিন্তু এখন বিমানবন্দরের আশেপাশের শুঁটকি পল্লী থাকবে না আর। ওটা খুরুশকুল আশ্রয়ণ কেন্দ্রে পাশে করা হবে। এরপর সেখানে বড় শুঁটকির মার্কেট তৈরি করা হবে। দেশি বিদেশি পর্যটককে আর বিমানবন্দরে নেমে শুটকির গন্ধ পেতে হবে না। খুরুশকুল আশ্রয়ণকেন্দ্রে গিয়ে গন্ধ ছাড়া শুটকির হাট উপভোগ করতে পারবেন সকলে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ