প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র ‘চাঁদনী’-খ্যাত দর্শকনন্দিত পর্দা জুটি নাঈম-শাবনাজ। পরবর্তীতে তারা বাস্তব জীবনেও জুটি বাঁধেন। এরপর জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায়ই সিনেমা ছেড়ে দেন। দীর্ঘদিন রূপালি পর্দায় তাদের না দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় খোঁজ-খবর দেন ভক্তদের। এবার নাঈম আলোচনায় এলেন তার ছোট মেয়ে মাহদিয়ার সঙ্গে গান গেয়ে।
মাহদিয়া ছোট বেলা থেকেই গানের চর্চা করছেন। একটি ইউটিউব চ্যানেলও রয়েছে তার। সেখানে বিভিন্ন শিল্পীর গান কাভার করে প্রকাশ করেন। তবে এবার বাবা নাঈমের সঙ্গে গান গেয়ে ভাইরাল হয়েছেন তিনি। সত্তর দশকের নন্দিত ব্যান্ড রেনেসাঁর ‘ভালো লাগে জোছনা রাতে’ গানটি গেয়েছেন তারা।
সোমবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক পেইজে এই ভিডিও আপলোড করেছেন মাহদিয়া। ক্যাপশনে লিখেছেন, আমাদের প্রিয় একটি গান গাইছি। সেই ভিডিওতে দেখা গেছে, নৌকায় চড়ে গান গাইছেন বাবা-মেয়ে। নাঈম গিটারে রিদম তুলছেন, সঙ্গে গাইছেনও। মেয়ে মাহদিয়াও গাইছেন তার বাবার সঙ্গে। এখন পর্যন্ত গানটির ভিউ হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ।
এর আগে উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লার ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ গানটি কাভার করেছিলেন মাহদিয়া। এ গানটি করার পর রুনা লায়লাও তার গানের ভূয়সী প্রশংসা করেন। শাবনাজ-নাঈম জুটির বড় মেয়ে নামিরা দেশের বাইরে পড়াশোনা করছেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত না হলেও বোনকে উৎসাহ দেন নিয়মিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।