Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি পানিবন্দি ৩০ হাজার মানুষ

চিলমারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ১১:৪১ এএম

কুড়িগ্রামের চিলমারীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৩০ হাজারেরও বেশি মানুষ। কয়েক হাজার হেক্টর জমির আমনসহ অন্যান্য ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার ব্রহ্মপুত্র নদে পানি স্থির থাকলেও সোমবার সকাল থেকে আবার পানি বাড়তে শুরু করে। পানি বৃদ্ধি পেয়ে উপজেলার রাজারভিটা, গুরাতি পাড়া, মাঝস্থল, পুটিমারী, হাটিথানা, রমনা মাঝিপাড়া, খোর্দবাশপাতারী, গয়নারপটল, ঘোড়ারকুটিসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে এসব অঞ্চলের শতাধিক পুকুরের মাছ।

অন্যদিকে, বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া মানুষের খাদ্য, বিশুদ্ধপানি ও গো-খাদ্যের সঙ্কট দেখা দিয়েছে। মানুষের মাঝে সর্দি, জ্বর ও আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিয়েছে।

পাউবো জানায়, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে গত ১২ ঘন্টায় ৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার সদর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে উৎকণ্ঠায় দিনাতিপাত করছে মানুষ।

উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিশান দাস জানান, বন্যায় ৩ হাজার ৫০০ হেক্টর জমির আমন ক্ষেত তলিয়ে গেছে। কৃষি অফিসের উদ্যোগে উঁচু জমিতে আমন বীজতলা তৈরি করা হয়েছে। যেগুলো জমির ক্ষেত নষ্ট হবে, সেগুলো জমিতে বন্যা শেষে চারা রোপনের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা পরিস্থিতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ