রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহাটের পাঁচবিবিতে ইজিবাইক চালক হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লাটপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে দিলজার মুন্সি (৪০) ও মৃত জাবেদ আলীর ছেলে আব্দুল হাই (৪০), নাকুরগাছি গ্রামের আহারুল ইসলামের ছেলে জুয়েল হোসেন (৩৫) এবং গুনাইমাগুরা গ্রামের আ. করিম শেখের ছেলে আল আমিন (২৭)।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার শালাইপুর-হিলি সড়কের ছালাখুর এলাকায় গত শুক্রবার রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা সিংড়া গ্রামের বাবু মিয়ার ছেলে মনোয়ারুল ইসলাম (২৫) ইজিবাইক চালককে হত্যা করে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে। এঘটনায় নিহতর বাবা বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকার অপরাধে পুলিশ ওই ৪ জনকে গ্রেফতার করে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহমদ ভাইয়া বলেন, যে কোন অপরাধের ব্যাপারে আমাদের পুলিশ জিরোটলারেন্সে যার ফলে দ্রুত আসামি গ্রেফতার করা সম্ভব হচ্ছে ইজিবাইক চালককে হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে গতকাল দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।