রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ভিটি মালধা গ্রামে রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে দ্ব›েদ্ব চার সন্তানের জননী খাদিজা বেগম (৪৫) নামে এক গৃহিনী খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ওই গৃহিনী ভিটি মালধা গ্রামের মুক্তার হোসেন বেপারীর স্ত্রী। এ ঘটনার পরপরই টঙ্গীবাড়ী থানা পুলিশ ৫ জনকে আটক করেছে। মুক্তার বেপারীর ও খাদিজা দম্পত্তির তিন মেয়ে এক ছেলে। জানা যায়, মুক্তার বেপারীদের সাথে প্রতিবেশী রমজান বেপারী গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরে রান্না ঘরের ধোঁয়া যাওয়া নিয়ে দ্ব›েদ্ব গত ২৯ আগস্ট সন্ধ্যায় দু’পক্ষ ফের বিবাদে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশী রমজান, আলি ইসলাম, আনোয়ার, অভি হামলা চালালে তাদের হামলায় খাদিজা বেগম নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রমজান গংরা প্রথমে খাদিজাকে বাঁশ দিয়ে পেটিয়ে মারাত্মক আহত করে। তারপর রমজান খাদিজা বেগমের পেটে লাথি মারলে সে জ্ঞান হারিয়ে ফেলে। উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মেম্বার জানান, রান্নাঘরের ধোঁয়া নিয়ে মূলত বিবাদের সৃষ্টি হয়। সেই বিবাদের জের ধরেই খুন হন খাদিজা। এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মাহবুব আলম বলেন, লাশ উদ্ধার করে টঙ্গিবাড়ী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।