রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লোহাগড়ায় বিএনপির উপদলীয় কোন্দলের জেরে উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম (৬২)কে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দলীয় প্রতিপক্ষরা। আহতকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার জয়পুর-লাহুড়িয়া সড়কের মরিচপাশা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের ভাই রেজাউল জমাদ্দার গতরাতে বিএনপির ৮ নেতা-কর্মীকে আসামি করে থানায় মামলা করেছে। পুলিশ এজাহারভুক্ত আসামি উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক টিপু সুলতানকে আটক করেছে।
দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলা বিএনপি দু’টি ধারায় বিভক্ত। এর একটি পক্ষের নেতৃত্বে রয়েছে উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছে যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিরোধ আরও চরমে উঠে। গত রবিবার আহবায়ক জিএম নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে নিজবাড়ি লাহুড়িয়া থেকে লোহাগড়ায় আসার পথে মরিচপাশা মোড়ে পৌছালে টিপু সুলতানের নেতৃত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, বিএনপি নেতা মফিজুর রহমান, লিটু, আজাদসহ ৮-১০ জন নজরুলের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও আসামিদের দ্রæত গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, কাজী সুলতানুজ্জামান সেলিম, মহম্মদ হোসেন মহত, শাহীন বিপ্লব প্রমুখ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে টিপু সুলতানকে ইতিপূর্বে একবার বহিষ্কার হয়েছিল। কেন্দ্র তাকে ক্ষমা করে দেয়। পুনরায় গুরুতর এই অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য কেন্দ্রে রেজুলেশন পাঠানো হচ্ছে।
লোহাগড়া থানার ওসি আবু হেনা মিলন জানান, এ ঘটনায় আহতের ভাই রেজাউল জমাদ্দার বাদী হয়ে টিপুসুলতানসহ ৮ জনকে আসামি করে গতরাতে থানায় মামলা করেছে। এজাহারভুক্ত আসামি টিপু সুলতানকে আটক করে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।