রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইউএনও থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে চাঁদপুরে বদলি হওয়ায় কুমিল্লার তিতাস উপজেলার ইউএনও মোছাম্মৎ রাশেদা আক্তারকে প্রেসক্লাবের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসলাম, যুগ্মসাধারণ সম্পাদক হালিম সৈকত ও কোষাধ্যক্ষ জুয়েল রানা। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ কাশেম ভ‚ঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সুমন, শামসুদ্দিন আহমেদ সাগর, মহসিন হাবিব, সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, সাংবাদিক আলমগীর, রাসেল মুন্সি, শাহেদ, নাঈম ও কায়ইমুল ইসলাম। বক্তারা বলেন, ইউএনও রাশেদ আক্তার যেভাবে তিতাসের সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন ও করোনা মোকাবিলায় সচেষ্ট থেকেছেন তার জন্য তিতাসবাসী তাকে সারা জীবন স্মরণ করবেন। অনুষ্ঠান শেষে ইউএনওর হাতে বিদায়ী সম্মাননা উপহার তুলে দেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।