Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর প্রতি প্রতিবন্ধী চিত্রশিল্পীর প্রত্যাশা

সৈয়দ নাজমুল ইসলাম, উজিরপুর (বরিশাল) থেকে | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

স্বদিচ্ছা আর চেষ্টাই বয়ে আনে সাফল্য। সহযোগিতা পেলে হতে পারে বিশ্বেরবরেণ্য। অনেক ক্ষেত্রে ইচ্ছা আর চেষ্টা থাকলেও অসহযোগিতা কারণে অর্থাভাবে বিকশিত মেধা বিক্ষিপ্ত হয়ে যায়। এমনই এক বাক ও শ্রবণহীন প্রতিবন্ধী তামান্না জাহান। যার রংতুলিতে রয়েছে চিত্রাকর্ষক দৃশ্য। রয়েছে সূচিকর্মেরও বেশ অভিজ্ঞতা। সহযোগীতার সুযোগ পেলে প্রতিবন্ধি তামান্না হতে পারে বাংলার এক নক্ষত্র। সাড়া জাগাতে বিশ্বে। বরিশাল জেলার উজিরপুর উপজেলাধীন গুঠিয়া-শংকরপুর গ্রামের হতদরিদ্র ওবায়দুল কবির ও আফরোজা বেগমের একমাত্র সন্তান প্রতিবন্ধী চিত্রশিল্পী তামান্না জাহান (২০)। ২০০১ সালে অন্যান্য শিশুদের মত সর্বাঙ্গ সুন্দর নিয়ে তামান্নার জন্ম। ৪ বছর বয়সে কঠিন এক রোগে আক্রান্ত হয়ে বাক ও শ্রবণশক্তি হারিয়ে তামান্নার নাম আসে প্রতিবন্ধীর তালিকায়। একমাত্র সন্তান তামান্নাকে নিয়ে মা-বাবার ছিলো অনেক স্বপ্ন, ছিলো বুক ভরা আশা। নির্মম পরিহাস। নিঃসম্বল পরিবারটির একমাত্র সন্তান ভাল হওয়ার আশা নিয়ে চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসালয়ে গিয়ে ভিটে-মাটি হারিয়েও সন্তানের মুখে মা-বা, ডাক শুনতে পারেনি। পিতা কর্মক্ষমতা হারিয়ে রোগশয্যায় শায়িত। তামান্না ছোটবেলা থেকেই ছিলো শান্ত স্বভাবের, অন্য শিশুদের সাথে সঙ্গ দিতেন না, চলতেন আপন মনে। ছিলো চিত্রকর্মে আগ্রহ। শিশু বয়স থেকেই কাঠির টুকরো দিয়ে মাটিতে বসে মাটির ওপরে খেয়াল খুশি মত আকতেন এটাসেটা। কোন চারুকলা প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ ছাড়াই তামান্নার তুলি বিভিন্ন মনোমুগ্ধকর ছবি একেই চলছে। বঙ্গবন্ধু, শেখ হাসিনা, দেশের ভবিষ্যৎ- জয়, পুতুল এদের বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি এযেন অবিকল প্রতিচিত্র। উপকরণ বিহীন মনোমুগ্ধকর ছবি একে প্রদর্শন করে প্রসংসায় আনন্দ উল্লাসে নিজেকে বিলিয়েদেন চিত্রাঙ্কনে। তামান্না জানে না তার ভবিষ্যৎ কোথায়।
তামান্না পরিবারের একমাত্র প্রতিবন্ধী সন্তান। তামান্না নিজের ও পরিবারের কথা না ভেবে ভাবলেন দেশের গৌরবের কথা। অসহায় পিতা-মাতা তামান্নার ভবিষ্যতের চিন্তা করে প্রধানমন্ত্রী, রাজনৈতিক, সমাজিক, প্রশাসন, প্রশাসক ও সমাজের বিত্তবানদের সুদৃষ্টি কামনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ