পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাচন কমিশনে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির খোন্দকারের কাছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোবহান গোলাপ এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই হিসাব জমা দেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন। ২০২০ বর্ষের নিরাক্ষা হিসাব দেখা যায়, গত বছর দলটির মোট আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। যা ২০১৯ বর্ষের চেয়ে ১০ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা কম। অর্থাৎ ২০১৯ বর্ষের চেয়ে ৫১ শতাংশ আয় কমেছে তাদের। আর মোট ব্যয় হয়েছে ৯ কোটি ৯৪ লক্ষ ৪৯ হাজার ৯৩১ টাকা। অর্থাৎ ১৯ এর তুলনায় ব্যয় বেড়েছে ২১ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।