Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষার মেশিন উদ্বোধন

বিএসএমএমইউ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. শারুফুদ্দিন আহমেদ বলেছেন, করোনাভাইরাসের বিভিন্ন ধরণের টিকার কার্যকারিতা নির্ণয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গবেষণা কার্যক্রম চলমান থাকবে। দ্বিতীয় ডোজ নেয়ার পরেও পরবর্তীতে বুস্টার ডোজ নিতে হবে কিনা সে বিষয়ে গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। ক্যান্সার চিকিৎসার সফলতার মাত্রা নির্ণয়ক ফো সাইটোমেট্রি মেশিন উদ্বোধন করা হয়েছে। ব্লাড ক্যান্সারসহ বিভিন্ন রোগের সর্বাধুনিক চিকিৎসার জন্য হেমাটোলজী বিভাগে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন চালুর প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই পূর্ণাঙ্গভাবে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন চালু করা হবে।

রোববার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজী বিভাগে করোনা ভাইরাসের এন্টিবডি পরীক্ষার মেশিন ও কর্ণারের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ক্যান্সার চিকিৎসার সফলতার মাত্রা নির্ণয়ক ফো সাইটোমেট্রি মেশিনেরও উদ্বোধন করা হয়।

সভাপতির বক্তব্যে হেমাটোলজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. সালাহউদ্দিন শাহ বলেন, উক্ত বিভাগে হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন শুরু, ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য শয্যা বৃদ্ধি এবং বিশ্বমানের ওয়ার্ড তৈরি, হেমাটোলজী ল্যাবের আন্তজার্তিক এক্রেডিটেশন অর্জন এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের চলমান সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, কোভিড মহামারি মোকাবিলায় দেশে চলমান ভ্যাক্সিনেশন কর্মসূচীতে প্রয়োগিত টিকার ফলে মানবদেহে সৃষ্ট এন্টিবডি নির্ণয় টিকার কার্যকারিতা নির্দেশ করে। হেমাটোলজী বিভাগে স্থাপিত এবোট আর্কিটেক্ট আই ১০০০ এসআর কোভিড-১৯ এর বিরুদ্ধে তৈরি এন্টিবডি পরিমাপের জন্য যুক্তরাষ্ট্রের এফডিএ এর জরুরি ব্যবহার অনুমোদন প্রাপ্ত মেশিন। এর মাধ্যমে কোভিড এন্টিবডি পরিমাপের মাধ্যমে ভ্যাক্সিন সংক্রান্ত গবেষণা করা সম্ভব হচ্ছে। এর পাশাপাশি হেপাটাইটিস সংক্রান্ত এন্টিবডি এবং বিভিন্ন বায়োকেমিক্যাল পরীক্ষা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ফো সাইটোমেট্রি মেশিন সম্পর্কে বলা হয়, রক্তের ক্যান্সার সহ রক্তের অন্যান্য রোগ নির্ণয়ের ক্ষেত্রে ফো সাইটোমেট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। রক্তের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ধাপে চিকিৎসার সফলতার মাত্রা ফো সাইটোমেট্রি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় এবং চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা যায়। হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন এর ক্ষেত্রে স্টেম সেল প্রয়োগের পূর্বে স্টেম সেল গণণার জন্য ফো সাইটোমেট্রি ব্যবহার করা হয়ে থাকে। হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন শুরু করার প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অনুষ্ঠানে আরো জানানো হয়, হেমাটোলজী বিভাগে কর্মরত সহকারী অধ্যাপকদের শিক্ষা, গবেষণা ও চিকিৎসা কার্যক্রম সহজীকরণের জন্য সুসজ্জিত কক্ষের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে মডেল ওয়ার্ড তৈরি, হেমাটোলজী ল্যাবের আর্ন্তজাতিক এক্রেডিটেশন, রেসিডেন্সী প্রোগ্রামকে আরো গতিশীল করা এবং মৌলিক গবেষণা সহ অন্যান্য কার্যাবলিতে শিক্ষকরা আরো কার্যকরী ভূমিকা পালনে সমর্থ হবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডা. মো. জাহিদ হোসেন, প্রফেসর ডা. একেএম মোশাররফ হোসেন, প্রফেসর (প্রশাসন) প্রফেসর ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ