Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা বৃষ্টিতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

পঞ্চগড়ে গত ৭ আগস্ট থেকে একনাগারে ২২দিন বৃষ্টি হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষ। রাতদিন অধিকাংশ সময়ই চলছে বিরামহীন বৃষ্টি। এতে পঞ্চগড়ের আশপাশের বেশ কিছু নদীর পাড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। গ্রামের কাচা রাস্তাগুলো কাদামাটিতে একাকার হয়ে যাওয়ায় চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষের। অনেক জায়গায় সৃষ্টি হয়েছে পানিবদ্ধতা।
আবহাওয়া অফিসের তথ্যমতে, পহেলা আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত পঞ্চগড়ে গড়ে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে নগরীর নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কমে গেছে মানুষের চলাচল। কমেছে রিকশা ও অটোরিকশার বহর। বৃষ্টিপাতের ফলে দোকান খুলতে পারেননি জগদল, টুনিরহাট, ব্যারিস্টার বাজারসহ বিভিন্ন এলাকার ফুটপাত ব্যবসায়ীরা।
জগদল বাজার এলাকার ফুটপাত ব্যবসায়ী আজগর আলী জানান, কয়েকদিন ধরেই টানা বৃষ্টি। ফলে দোকান খুলতে পারি না। মাঝে মধ্যে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলেও ক্রেতা নেই। ফলে বেচাকেনাও নেই। পরিবার নিয়ে চরম কষ্টে দিন পার করছেন এইসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। গলেহা এলাকার অটোভ্যানচালক শাহ আলম বলেন, দিন-রাত হচ্ছে বৃষ্টি। বৃষ্টিতে ভিজে ভ্যান নিয়ে গেলেও যাত্রী পাওয়া যায় না। এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, মৌসুমী বায়ুর প্রভাবে পঞ্চগড়সহ দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। ভারি না হলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এ বৃষ্টিপাত আরো কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ