Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থামছে না নির্যাতন-ধর্ষণ

মাদরাসা শিক্ষার্থীসহ ৩ নারী লাম্পট্যের শিকার

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ২ লাম্পটকে গ্রেফতার করা হয়েছে। বরগুনার পাথরঘাটায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন হয়। এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটকের খবর পাওয়া গেছে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনÑ
কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ডাইনকিনি এলাকা থেকে ধর্ষণের ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ ঘটনায় ধর্ষিতা মুক্তা আক্তার (২০) বাদী হয়ে গত শনিবার রাতে কালিয়াকৈর থানায় ধর্ষণ মামলা দায়ের করে। গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বড়ইতলীর এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান শিহাব (২১) ও কালিয়াকৈর শিমুলতলী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ছানোয়ার হোসেন (২৮)।
জানা যায়, নিজ পরিবারের সাথে অভিমান করে চট্টগ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে ওই তরুণী বাসে করে কালিয়াকৈর চন্দ্রায় আসে। এ সময় বাসের চালক জানতে পারে তরুণী চট্টগ্রাম থেকে অভিমান করে চলে এসেছে। কোথাও থাকার জায়গা না থাকায় বাসের চালক ওই তরুণীকে পাশের ডাইনকিনি এলাকায় নিয়ে যায়। পরে সেখানে একটি বাড়িতে তাকে রাতে থাকার ব্যবস্থা করে। পরের দিন শুক্রবার সকালে বাসের চালক মেহেদী হাসান শিহাব ওই তরুণীকে সেখান থেকে নিয়ে ওই এলাকার ছানোয়ার হোসেনের বাসায় নিয়ে যায়। সেখানে তরুণীকে ওই দু’জন গণধর্ষণ করে।
পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা জানান, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকাচিড়া ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীকে প্রতারণা করে একই উপজেলার ৭নং ওয়ার্ড শিংড়াবুনিয়া (বাইনচটকি) গ্রামের সাঈদুর রহমানের ছেলে মঠবাড়িয়া টিয়ারখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহিন (৩২) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী গত ২৮ আগস্ট পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বলেন উল্লিখিত শাহিন এবং আমি কাকচিড়া বাজারের ছালেক ও চান্দু মিয়ার পাকা বাড়ির একই ফ্লাটে বসবাস করার সুবাদে এবং আমার স্বামী প্রবাসে থাকায় শিক্ষক শাহিন প্রায় এক বছর পূর্ব থেকে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। এদিকে আমার স্বামী সৌদি গিয়ে আমি ও আমার একমাত্র সাড়ে চার বছরের শিশু সন্তানের খোঁজ খবর না নেয়ায় আমি তার প্রস্তাবে রাজি হই। পরে শাহিন বিয়ের প্রলভোন দেখিয়ে আমার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়াসহ প্রায় এক বছর পর্যন্ত আমাকে ধর্ষণ করে।
এক পর্যায়ে শাহিন আমার স্বামীকে ডিভোর্স দিতে বল্লে আমি তার কথায় সরল বিশ্বাষে রাজি হয়ে গত ২ জুন ২০২১ স্বামীকে ডিভোর্স প্রদান করি। পরে আমি তার কাছে স্ত্রীর স্বীকৃতি চাইলে তিনি আমায় বিয়ে করবেন বলে সময় ক্ষেপন করে এক পর্যায়ে আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়ায় তৃতীয় শ্রেণিতে পড়–য়া এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইসতিয়াক গাজী (৪২)কে আটক করেছে পুলিশ। গত শনিবার দুপুরে পৌর শহরের মাদরাসা রোডের কালভার্ট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় ঘটনার পরপরই ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ইসতিয়াক গাজীকে আসামি করে কলাপাড়া থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করে। অভিযুক্ত টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের মৃত মস্তফা গাজীর ছেলে। জানা যায়, গত শনিবার দুপুরে পৌর শহরের মাদরাসা রোডের কালভার্ট এলাকায় ভাড়াটিয়া ইসতিয়াক গাজী বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে ওই শিক্ষার্থীকে রুমে ডেকে নিয়ে পড়নের পাজামা খুলে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ