রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আ.লীগ এদেশের স্বাধীনতা দিয়েছে। বিদ্যুৎ ও সার সঙ্কট নিরসন করবে তা করেছে। এছাড়া ভোটের ও ভাতের অধিকার নিশ্চিত করেছে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আ.লীগ যা বলে তাই করে। মাগুরা শহরের ইসলামপুরপাড়া খেয়াঘাটে নবগঙ্গা নদীর ওপর গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধনকালে এমপি অ্যাড. সাইফুজ্জামান শিখর এসব কথা বলেন। মাগুরা-১ আসনের এমপি অ্যাড. সাইফুজ্জামান শিখর গত শনিবার বিকালে এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে ইসলামপুরপাড়া পূর্বাসা চত্বরে মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সাইফুজ্জামান শিখর বলেন, সারাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এর মূলে রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় না আসলে এসব উন্নয়ন কোনো ভাবেই সম্ভব হতো না। তিনি বলেন, বিগত সময়ে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছিল। প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দিত। বিদ্যু ও সারের সঙ্কট ছিল। কিন্তু বর্তমানে এর কোনো সঙ্কট নেই। মানুষের অভাব দূর হয়েছে। আ.লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, মাগুরা জেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী হুমায়ুন কবির রাজা প্রমুখ। এমপি পরে ৪৪ মিটার আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।