Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপায় অফিসে ব্রাজিল রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ৬:০২ পিএম

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মি. জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র সম্প্রতি ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেড (উপায়) অফিস পরিদর্শণ করেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেড উপায় ব্রান্ড নামে মোবাইল ফাইনান্সিয়ার সার্ভিস পরিচালনা করছে।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত উপায় এর চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদ পরিচালক আরিফ কাদরি, বশির আহমেদ, এটিএম তাহমিদুজ্জামান. স্বতন্ত্র পরিচালক আশরাফ বিন তাজ এবং ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার। ইউসিবি ও উপায় এর উর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

যাত্রা শুরুর স্বল্প সময়ের মধ্যেই উপায় সেবা দেশব্যাপী বিস্তৃতির ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত এবং উপায় এর সাফল্য কামনা করেন।
দেশজুড়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানের লক্ষে ইউসিবি জুলাই ৩০, ২০২০ সালে ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেড নামক একটি সাবসিডিয়ারি গঠন করে। মার্চ ১৭, ২০২১ সালে কোম্পানীটির বানিজ্যিক কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে উপায় সেবা সারাদেশে জনপ্রিয়তা পেয়েছে।

উপায় প্রডাক্ট এবং সার্ভিসের মধ্যে রয়েছে মোবাইলে টাকা আদান-প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, দোকান ও ই-কমার্সে কেনাকাটা, রেমিট্যান্স গ্রহণ, বেতন প্রদান, মোবাইল রিচার্জ, ট্রাফিক ফাইন পরিশোধ, ইন্ডিয়ান ভিসা ফি পরিশোধ। গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে উপায় এর দেশজুড়ে এজেন্ট ও মার্চেন্ট পয়েন্ট হতে সেবাগুলো গ্রহণ করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপায়

১৭ সেপ্টেম্বর, ২০২২
২৯ এপ্রিল, ২০২২
৬ জানুয়ারি, ২০২২
২৬ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ