Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩২ শতাংশ চিংড়ি উৎপাদিত হচ্ছে

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা বলেন, বাগেরহাট জেলায় চিংড়ি, মিষ্টি পানির মাছ, সামুদ্রিক মাছ ও কাঁকড়া উৎপাদনের বার্ষিক পরিমান ১ লাখ ২১ হাজার ৬০১ মেট্রিক টন। এ জেলায় মাছ উৎপাদনের ৬০ ভাগই আসে গলদা ও বাগদা চিংড়ি খাত থেকে। ৭৪ হাজার ২২৮ দশমিক ৮ হেক্টর আয়তনের খামারগুলো থেকে গতবছর চিংড়ি উৎপাদন হয়েছে ৩৫ হাজার ৯৪২ মেট্রিক টন। যা দেশের বার্ষিক চিংড়ি উৎপাদনের শতকরা ৩২ ভাগ।

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বাগেরহাট জেলা মৎস্য বিভাগ। গতকাল শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, বাগেরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী বক্তব্য দেন।
মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল আরো বলেন, সুন্দরবনের বাগেরহাট জেলার অংশ থেকে প্রতি বছর ১৯ হাজার ৫২৯ মেট্রিক টন চিংড়ি, সাদা মাছ, সামুদ্রিক মাছ ও কাঁকড়া আহরিত হয়। ঘূর্ণিঝড় ইয়াস, আম্পান, অতিবৃষ্টি ও প্রবল জোয়ারে এ বছর বাগেরহাট জেলা মাছ খামারীদের ৫৫ কোটি ২২ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ