Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গুরুদাসপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী ও আয়া পদে নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক মন্ডলি সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহবুব হাসান লাবু। গতকাল শনিবার সকাল ১১টায় মশিন্দা মাধ্যমিক বিদ্যালয় কক্ষে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নিয়োগবিধির সকল শর্ত অনুসরণ করে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিক্তিতে প্রথমস্থান লাভকারী স্থানীয় দুজন প্রার্থীকে ৮ আগস্ট নিয়োগ দেয় ম্যানেজিং কমিটি। তারা যোগদান করে তাদের কার্যক্রম চলমান রেখেছেন। এতে নিয়োগ বঞ্চিতরা সংক্ষুদ্ধ হয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় মিথ্যা ও ভুলতথ্য পরিবেশ করে সংবাদ প্রকাশ করেছেন। এতে তার প্রতিষ্ঠান, ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের ব্যক্তিগত সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান ও নিয়োগ কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সদস্য জালাল উদ্দিন সরদার, কলিমুদ্দিন, আফরোজা খাতুন, সহকারী প্রধান শিক্ষক জোবায়ের হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ