Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনীর তত্ত্বাবধানে মেঘনা তীরে বাঁধ নির্মাণের দাবি

কমলনগরে মানববন্ধন

কমলনগর (লক্ষীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

সেনাবাহিনীর তদারকীতে মেঘনার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে লক্ষীপুরের কমলনগরে মানববন্ধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের সামনে কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। নদী শাসন সংগ্রাম পরিষদের আহবায়ক অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, চরলরেন্স ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক আহসান উল্লাহ হিরণ, নদী শাসন সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু, ইব্রাহিম খলিল মেম্বার, কামাল হোসেন দেওয়ান, এবিএম বাবুল, মোস্তাফিজ হাওলাদার, ফিরোজ আলম ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত প্রমুখ।
প্রসঙ্গত : কমলনগর-রামগতিবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি মেঘনা নদী শাসন করে দু’উপজেলার সাধারণ মানুষের ভিটেমাটি রক্ষা করা। স¤প্রতি মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের জন্য ৩ হাজার ৮৯ কোটি টাকার বরাদ্দ জাতীয় নির্বাহী কমিটিতে (একনেকে) পাশ হয়। পরে চলতি মাসের ১৭ তারিখে দৈনিক সমকাল পত্রিকায় সাড়ে ৩ কিলোমিটার কাজের জন্য ৩শ’ ৫০ কোটির টাকার দরপত্র আহবান করে পানি উন্নয়ন বোর্ড। বক্তাদের দাবি পানি উন্নয়ন বোর্ডের তদারকীতে যদি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এত বড় প্রকল্পের কাজ করা হয়। তাহলে এখানে বড় ধরণের লুটপাট হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও এর আগে রামগতির চরঅলেকজান্ডার বাজার এলাকায় সাড়ে ৩ কিলোমিটার মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ সেনা বাহিনীর তদারকীতে হয়েছে। ওই বাঁধে এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। কিন্তু কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের তদারকীতে এক কিলোমিটার বাঁধ এ পর্যন্ত ধসে পড়েছে ১০ বার । তাই মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের জন্য সরকারের দেয়া বরাদ্দ ৩ হাজার ৮৯ কোটির টাকার প্রকল্পে সেনাবহিনীর তদারকী চায় এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার নুরুল আমিন জানান, সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণ কাজ করা হলে অনিয়ম হওয়ার সম্ভাবনা থাকবে না তাছাড়া কাজের মান টেকসই হবে বলে মনে করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ