Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারপরও সারা দেশে আড়াই কোটি ডোজ টিকা প্রয়োগ

অগ্রিম টাকা নিয়ে ভারতের প্রতারণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

অগ্রিম টাকা নিয়েও ভারত সেরামের অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান আটকে দিয়েছে। টাকা নিয়ে টিকা না দিয়ে মোদি সরকারের প্রতারণার পরও বাংলাদেশে প্রায় প্রতি মাসেই টিকা আসছে চীন, জাপান ও আমেরিকা থেকে। দেশে গণটিকা কার্যক্রম বন্ধ রাখা হলেও টিকা প্রদান কার্যক্রম চলছে ধীর গতিতে। তবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে আবার গণটিকা কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হয়েছে।
এখন পর্যন্ত করোনা সংক্রমণ প্রতিরোধে ২ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৫১৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৩০২ জন। আর দ্বিতীয় ডোজ নেয়ার সৌভাগ্য অর্জন করেছেন ৭৪ লাখ ৩০ হাজার ২১৭ জন। তাদের দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ২ লাখ ৭৫ হাজার ৮৭১ এবং নারী ৭৫ লাখ ৫২ হাজার ৪৩১ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৫ লাখ ৫৮ হাজার ৫ জন এবং নারী ২৮ লাখ ৭২ হাজার ২১২ জন। স্বাস্থ্য অধিদফতরের দেয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইতোমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১১ লাখ ২২ হাজার ২২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৫ হাজার ৬৭১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৯৯ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩০ লাখ ৪৩ হাজার ৭২৭ ডোজ।
অ্যাস্ট্রাজেনেকার টিকা যারা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৬৯ লাখ ২৩ হাজার ৫১৭ জন এবং নারী ৪১ লাখ ৯৮ হাজার ৫০৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৮ লাখ ২৯ হাজার ৬৬৮ জন প্রথম ডোজ এবং ৫২ লাখ ৯২ হাজার ৩৫৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারীর ৩৬ লাখ ১৬ হাজার ২৮৮ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১৩ হাজার ৩৮০ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ৭ হাজার ২২৯ এবং নারী ১৯ লাখ ৮৫ হাজার ১২৫ জন।

রাজধানীর ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮১ হাজার ৮০৯ এবং নারী ১৩ হাজার ৮৬২ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ হাজার ৫৬৪ জন প্রথম ডোজ এবং ৪৪ হাজার ১০৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৪ হাজার ৩৫৩ এবং নারী ৭ হাজার ২১১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৪৫৬ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৬৫১ জন।

চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ গত ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত এ টিকা যারা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৬০ লাখ ৪২ হাজার ৩৮১ জন এবং নারী ৪৭ লাখ ৬১ হাজার ৫৩৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৯৪ লাখ ২১ হাজার ৬৩২ জন প্রথম ডোজ এবং ১৪ লাখ ৭৫ হাজার ৪৬৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৫১ লাখ ৪৭ হাজার ৭ এবং নারী ৪২ লাখ ৭৪ হাজার ৬২৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৮ লাখ ৯৫ হাজার ৩৭৪ জন পুরুষ এবং নারী ৬ লাখ ৮০ হাজার ৯৩ জন।

এছাড়া, গত ১৩ জুলাই থেকে ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ দেশের সবগুলো সিটি কর্পোরেশনে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৭ লাখ ৪৬ হাজার ১৬৯ এবং নারী ১২ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ২৫ হাজার ৪৩৮ জন প্রথম ডোজ এবং ৫ লাখ ১৮ হাজার ২৮৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৬৮ হাজার ২২৩ এবং নারী ১০ লাখ ৫৭ হাজার ২১৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩ লাখ ১৭ হাজার ৯৪৬ জন পুরুষ এবং নারী ২ লাখ ৪৪৩ জন।

গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টিকা কার্যক্রম বন্ধ ছিল। তবে গত বৃহস্পতিবার পর্যন্ত ৩ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৫৪৪ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৬৩ লাখ ৯৫ হাজার ৭৩২ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৪ লাখ ২১ হাজার ৪১২ জন নিবন্ধন করেছেন। তবে লাখ লাখ লোক মুখিয়ে রয়েছেন টিকা গ্রহণের জন্য।

উল্লেখ, দেশে সর্বমোট টিকা এসেছে ২ কোটি ৬৩ লাখ ৬৪ হাজার ডোজ। এর মধ্যে ২১ জানুয়ারি ২০ লাখ ডোজ, ২৫ জানুয়ারি ৫০ লাখ, ২৩ ফেব্রæয়ারি ২০ লাখ, ২৬ মার্চ ১২ লাখ ৮ এপ্রিল ১ লাখ, ১২ মে ৫ লাখ, ১ জুন ১ লাখ, ১৩ জুন ৬ লাখ, ১ ও ২ জুলাই ৪৫ লাখ, ১৭ জুলাই ২০ লাখ, ১৯ জুলাই ৩০ লাখ, ২৪ জুলাই ২.৪৫ লাখ, ২৯ জুলাই ৩০ লাখ, ১ আগষ্ট ৭.৮১ লাখ, ৩ আগষ্ট ৬.১৭ লাখ ডোজ টিকা এসেছে, ২১ আগষ্ট জাপান থেকে ৭ লাখ ২১ হাজার ডোজ টিকা।



 

Show all comments
  • Robin Priya ২৮ আগস্ট, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    তাড়না থেকেই প্রতারণার সৃষ্টি...
    Total Reply(0) Reply
  • Mohammad Dulal ২৮ আগস্ট, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    a sob cetari baroter jormo go-to obbas awameleg er guti koek jon cara r k u sapot korena
    Total Reply(0) Reply
  • Jafar Ahmad ২৮ আগস্ট, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    এই প্রতারনার নিউজ করা তো বাংলাদেশের টিভি মিডিয়া গুলোর সাহস নাই...
    Total Reply(0) Reply
  • MD Wasim Akram ২৮ আগস্ট, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    ওদের কাজ ই এটা
    Total Reply(0) Reply
  • Didarul Islam Didar ২৮ আগস্ট, ২০২১, ১২:৫৭ এএম says : 0
    ভারত বিশ্বাস ঘাতক সবসময় প্রতারনা করে,,
    Total Reply(0) Reply
  • Kazi Zabed Uddin ২৮ আগস্ট, ২০২১, ১২:৫৭ এএম says : 0
    চেতনা তো এর পরেও কমে না
    Total Reply(0) Reply
  • ইকবাল হাসান জাহিদ ২৮ আগস্ট, ২০২১, ১২:৫৭ এএম says : 0
    এইটা কোনো বিয়াপার না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ