Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুলে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে

সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সবধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, কোনো দেশে বাংলাদেশি নাগরিকরা আটকা পড়লে আমরা সবসময়ই তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। আফগানিস্তানেও সুযোগ পাওয়া মাত্রই তাদের ফিরিয়ে আনব।
তিনি বলেন, ঢাকা থেকে আটে ক পড়া বাংলাদেশিদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সবধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।
ঢাকা আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, কাবুলে বাংলাদেশের কোনো মিশন না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। তারা (উজবেকিস্তানে বাংলাদেশ মিশন) এর ব্যবস্থা করবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ